Cvoice24.com


লোহাগাড়ায় মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা

প্রকাশিত: ১৪:২২, ২২ নভেম্বর ২০২০
লোহাগাড়ায় মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা

করোনাভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ধাপে সংক্রমণ রোধ করতে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুরু থেকে মাঠে কাজ করছে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ। দ্বিতীয় ধাপেও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনাভাইরাস প্রতিরোধের দ্বিতীয় ধাপে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করার পরও মাস্ক না পরে ঘুরাফেরা করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রমণ রোধ ও প্রতিরোধ নির্মুল আইন ২০১৮ এর ২৫ (খ) ধারামতে ৮ জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, সংক্রমণ প্রতিরোধে সরকার হটলাইনে। সরকারি নির্দেশনা যারা অমান্য করবে আগামীতে আরও বেশি জরিমানা আদায় হরা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়