Cvoice24.com


টাকা ছাড়া অ্যাসাইনমেন্ট জমা না নেয়ার অভিযোগ

প্রকাশিত: ১৪:৫৭, ২২ নভেম্বর ২০২০
টাকা ছাড়া অ্যাসাইনমেন্ট জমা না নেয়ার অভিযোগ

লোহাগাড়ায় টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট জমা না নেয়ার অভিযোগ উঠেছে পুটিবিলা গৌড়স্থান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরেজমিনে গিয়েও প্রমাণ মিলেছে এ অভিযোগের। অ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে।। ‘টিউশন ফি’ জমা দিতে না পারায় শিক্ষকেরা অ্যাসাইনমেন্ট জমা নেননি বলে জানায় তারা।

বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান টাকা দিলেই অ্যাসাইনমেন্ট জমা নেয়া হবে বলে সাফ জানিয়ে দেন। তবে টিউশন ফি দিতে না পারায় অ্যাসাইনমেন্ট জমা না নেওয়ার বিষয়টি আইনগত নয় বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম। 

রবিবার (২২ নভেম্বর) অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে গেলে আব্দুল খালেক নামে ষষ্ঠ শ্রেণির এক অভিভাবক বলেন, ‘ অ্যাসাইনমেন্টের জন্য ষোলশ-সতের’শ টাকা জমা দিতে বলেছে তাই মেয়েকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি। যেখানে নিজে চলতে কষ্ট হচ্ছে সেখানে এতো টাকা কেমনে জোগাড় করব।’

শিফা নামের ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থী প্রতিবেদককে জানান, বাবা দিনমজুরের কাজ করে। স্কুলে বছরের শুরুতে ২ মাসের বেতন দিয়েছি। করোনায় বাবার কাজ ছিলনা। তাই বেতন দেয়া যায়নি। এখন অ্যাসাইনমেন্ট নিচ্ছে। সেগুলো জমা দিতে গেলে টিউশন ফি ছাড়া জমা নেয়নি। আগামীকাল টাকা নিয়েই তাঁকে বিদ্যালয়ে যেতে বলেছে। এখন সবটাকা একসাথে দেয়া তার বাবার পক্ষে অসম্ভব বলে জানিয়েছে সে।

আবুল বশর নামের আরেক অভিভাবক বলেন, ‘টিউশন ফি ও পরীক্ষার ফিসহ আমার ছেলেকে ১৪’শ টাকা জমা দিতে বলেছে। টাকা জোগাড় করতে না পারায় আমার ছেলে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারছে না।’ 

পুটিবিলা গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান বলেন, ‘সরকারি নির্দেশনা পেয়ে টিউশন ফি আদায় করছি। ছাত্রদেরকে বলার পরও যারা টিউশন ফি জমা দেননি তাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয়নি। টিউশন ফি জমা দিলে এসাইনমেন্ট জমা নেওয়া হবে।’ 

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জানে আলম বলেন, স্কুল শিক্ষার্থীদের বের করে দেওয়ার বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। বিষয়টি খুবই দুঃখ জনক।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘অভিভাবকদের মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে টিউশন ফি দিতে না পারায় অ্যাসাইনমেন্ট জমা না নেওয়ার বিষয়টি আইনগত নয়। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু বলেন, সরকারি নির্দেশনা মতে প্রত্যক ছাত্রকে টিউশন ফি জমা দিতে হবে। তবে দরিদ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে শিথিল যোগ্য।’ গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ে টিউশন ফি দিতে না পারায় অ্যাসাইনমেন্ট জমা না নিলে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

সিভয়েস/এএস

লোহাগাড়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়