Cvoice24.com


কালুরঘাটে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক রিমান্ডে

প্রকাশিত: ১৬:২১, ২৩ নভেম্বর ২০২০
কালুরঘাটে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক রিমান্ডে

মাছ ধরার ট্রলারে করে মিয়ানমার থেকে ইয়াবা এনে কর্ণফুলী নদীতে খালাস করার সময় হাতেনাতে গ্রেপ্তার যুবক মো. সোহেলকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার (২৩ নভেম্বর) মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ সিভয়েসকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার যুবক মো. সোহেল উদ্দিন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইছামতি এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। মো. সোহেল উদ্দিন বান্দরবান জেলার রুমা বাজার এলাকায় বসবাস করতেন।

গত ২২ নভেম্বর কর্ণফুলী নদীর পুরাতন কালুরগাট অংশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবাসহ মো. সোহেলকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। পরে এ ঘটনায় মো. সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। মামলাটি তদন্ত করছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হামিদ।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়