Cvoice24.com


চট্টগ্রামে চার জেএমবি সদস্যের বিচার শুরু

প্রকাশিত: ০৯:৩১, ২৪ নভেম্বর ২০২০
চট্টগ্রামে চার জেএমবি সদস্যের বিচার শুরু

নগরীর আকবরশাহ থানার একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের চার সদস্যের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) অতিরিক্ত মহানগর হাকিম শরিফুল আলম ভূঁইয়া এ চার্জ গঠন করেন।

সরকার পক্ষের আইনজীবী নোমান চৌধুরী সিভয়েসকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‌‘চার্জ গঠন শেষে আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।’

চার জেএমবি সদস্য হল, মো. এরশাদ হোসাইন (২০), বুলবুল আহাম্মদ সরকার প্রকাশ এম.এ হাসান ফুয়াদ আপেল প্রকাশ রফি প্রকাশ ফুয়াদ প্রকাশ মেহদী (২৬), মো. সুজন (২৪) ও মাহাবুব রহমান প্রকাশ খোকন (৩৩)।

আদালতসূত্র জানান, চার জেএমবি সদস্যের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ মার্চ পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন। এরপর ২০১৬ সালের ৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এজাহারভুক্ত চার জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

-সিভয়েস/এসএইচ/এএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়