Cvoice24.com


কেজিডিসিএলের ২ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১৩:৩৭, ২৪ নভেম্বর ২০২০
কেজিডিসিএলের ২ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) দুইজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ও দুপুরে ৫৭ জন কর্মকর্তার পদোন্নতির অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে তাদের দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ ডাকা হয়। সেখানেই পৃথক পৃথকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক-১ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন সিভয়েসকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, প্রথমে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সারোয়ার হোসেনকে ৩ ঘণ্টা ও পরে কেজিডিসিএলের ব্যবস্থাপক সুলতান আহমেদকে ৫ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়।

চলতি বছরের ২০ আগস্ট মধ্যরাতে কেজিডিসিএলের ৫৭ জন কর্মকর্তাকে দুর্নীতির মাধ্যমে পদোন্নতি দেয়া হয় বলে অভিযোগ উঠে। পরে ঘটনা তদন্তে কেজিডিসিএল’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়। তারও পরে ২৯ অক্টোবর চিঠি দিয়ে ৫৭ জন কর্মকর্তাকে পদোন্নতির বিষয়ে পূর্ণাঙ্গ নথি চায় দুর্নীতি দমন কমিশন।

সিভয়েস/এসএইচ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়