Cvoice24.com


চকবাজার-জুবলী রোডে চসিকের উচ্ছেদ, জরিমানা

প্রকাশিত: ১৫:৪৬, ২৪ নভেম্বর ২০২০
চকবাজার-জুবলী রোডে চসিকের উচ্ছেদ, জরিমানা

চট্টগ্রাম নগরীর চকবাজার কাঁচাবাজার ও জুবলী রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র ভ্রাম্যমাণ আদালত। এতে চকবাজার কাঁচাবাজার মোড় থেকে ফুলতলা পর্যন্ত কে বি আমান আলী রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অবৈধ স্থাপনা। অন্যদিকে এনায়েত বাজার জুবলী রোড এলাকায় জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা করা হয়েছে ৪৮ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চসিকের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই দু’টি অভিযান পরিচালিত হয়। 

চসিকের কর্মকর্তারা জানান, এ দু’টি অভিযানের ফলে জুবলি রোডে এলাকার রাস্তা দিয়ে যানবাহন ও চকবাজার কাঁচাবাজারের গলি দিয়ে সর্বসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চকবাজার থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন।

সিভয়েস/এপি/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়