Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


চট্টগ্রামের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

প্রকাশিত: ১৪:২০, ২৫ নভেম্বর ২০২০
চট্টগ্রামের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে কয়েল ও রড উৎপাদন করে বাজারজাত করায় নগরের আকবরশাহ এলাকার দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। 

বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) মোশতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোশতাক আহমেদ জানান, নগরীর আকবরশাহ থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কয়েল উৎপাদন ও বিতরণ করায় মাওলা এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে মামলা দায়ের করা হয়েছে। লাইসেন্স ছাড়া এম এস রড উৎপাদন ও বাজারজাত করায় একই এলাকার ড্রীম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের   বিরুদ্ধে  আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সিভয়েস/আরএস/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়