Cvoice24.com


হাটহাজারীতে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, জরিমানা

প্রকাশিত: ১৫:০১, ২৫ নভেম্বর ২০২০
হাটহাজারীতে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, জরিমানা

হাটহাজারীতে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে বাহাদুর আলম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার শায়েস্তা খান এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। এসময় তিনি ৩৭২ বোতল হ্যান্ড স্যানিটাইজারও জব্দ করেন ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন সিভয়েসকে বলেন, ‘হাটহাজারী পৌরসভার শায়েস্তা খা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল অনুমোদনহীন নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যানের সহায়তায় প্রাথমিক যাচাই করে দেখা গেছে যেখানে WHO standard pH (5-6) সেখানে জব্দকৃত স্যানিটাইজারের pH=8.41। এসকল হ্যান্ড স্যানিটাইজারে ওষুধ প্রশাসন অধিদপ্তরেরও অনুমোদন ছিলনা। পরে ডিলার বাহাদুর আলম কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’

করোনার দ্বিতীয় ঢেউয়ে নকল সব পণ্য বেচার হিড়িক বাড়ছে জানিয়ে কেনা ও ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবার আহ্বান জানান তিনি।

সিভয়েস/আরএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়