Cvoice24.com


‘চবি সুচিন্তা স্টুডেন্ট উইংস’র উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ১২:০১, ২৬ নভেম্বর ২০২০
‘চবি সুচিন্তা স্টুডেন্ট উইংস’র উদ্যোগে মাস্ক বিতরণ

শীত মৌসুমে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বা ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ‘চবি সুচিন্তা স্টুডেন্ট উইংস’র উদ্যোগে ‘মাস্ক ছাড়া সেবা নয়, সেবা পেতে মাস্ক পরুন’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে নগরীর জনবহুল বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন শ্রমজীবী মানুষের মুখে মাস্ক পরানো ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) নগরীর রিয়াজুদ্দীন বাজার, আন্দরকিল্লা, টেরিবাজার সহ বিভিন্ন জনবহুল স্থানে সচেতনতামূলক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।  

চবি সুচিন্তা স্টুডেন্ট উইংস সূত্র জানায়, করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সচেতনতা। সবাই যদি মাস্ক ব্যবহার করে তবে করোনার সংক্রমণ অনেক কমে যাবে। করোনা মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। তাই ভাইরাস মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন সুচিন্তা স্টুডেন্ট উইংস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক সৌরভ মুৎসুদ্দী, কার্যকরী সদস্য মাহিন আল মামুন, আবু সায়েম রিমন, তৌশিক খান, রাসেল আহমেদ সহ প্রমুখ।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়