আপডেট ০৯:২২ পিএম, জানুয়ারী ১৮, ২০২১
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘মামুনুল হক কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে! ব্যাডা কী পাগল…? মাথায় কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজ সারাদেশে যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। আসেন, দেখেন খেলা হবে। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নেই।’
সোমবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রামের পুরনো রেলস্টেশন চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ
সম্পাদক মুহাম্মদ বদিউল আলমকে সংবর্ধনা দেয়া হয়।
নিক্সন চৌধুরী বলেন, ‘আমাদের সাথে ফাঁপরবাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ কইরা চাঙা দিয়া উঠছেন। ওইসব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।’
তিনি বলেন, ‘যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কূল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন। তাই এমন ধমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের। দালালি কইরা মাল খাইছেন, হেই মাল খাইয়া এহন ভাব নেন, চ্যালেঞ্জ করেন।’
মামুনুল হককে তেলাপোকার সাথে তুলনা করে নিক্সন বলেন, ‘আরে মিয়া তেলাপোকাও পাখি, আর আপনিও মানুষ। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে আসেন। মাঠে খেলা হবে। আমাদের ভয় দেখাবে না না। আমাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত পুরাটাই কইলজা।’
সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘আপনাদের স্লোগান, হাততালি দেয়া বন্ধ করুন। শাে ডাউন বন্ধ করুন। জীবনে অনেক মিছিল-মিটিং করেছি। সবাই স্লোগান-মিছিল দিতে জানি। আজ আপনাদের মাঝে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের কিছু ম্যাসেজ নিয়ে এসেছি। সেগুলাে বলার সুযােগ দিন।’
নিক্সন চৌধুরী বলেন, ‘কোন ধরনের তদবিরে কাজ হবে না। এই যুবলীগ কোনাে এমপি বা মন্ত্রীর নয় যুবলীগে নেতৃত্ব দিচ্ছেন রাজনীতির দুই আইকন নিখিল ও পরশ। তারা যােগ্য নেতা খুঁজে বের করতে জানেন। (যরা) রাজনীতিতে ত্যাগ স্বীকার করেছেন, দুঃসময়ে পাশে ছিলেন তারাই এই সংগঠনে শামিল হবেন।’
নিক্সন বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই যুবলীগকে বাংলাদেশের সেরা সংগঠনে পরিণত করতে হবে। কোনাে ধরনের অপরাজনীতি বা ষড়যন্ত্রের চেষ্টা করে লাভ নেই। যে কোনাে ধরনের পরিস্থিতি মােকাবিলায় নিখিল-পরশ ভাইয়ের নেতৃত্বে যুবলীগ সর্বদা মাঠে আছে।’
এদিকে বক্তব্যের মাঝে বারবার অনুরােধ করার পরও স্লোগান বন্ধ না হওয়ায় নিক্সন চৌধুরী বলেন, ‘স্লোগান বন্ধ না করলে আমি বক্তৃতা শুরু করবাে না। আপনারা এসব বন্ধ করুন। আপনাদের শাে ডাউনের কথা আমি সভাপতি-সাধারণ সম্পাদককে বলবাে।’
অনুষ্ঠানে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, চট্টগ্রাম নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ, মাহবুবুল হকসহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের উপর বিস্তারিত
চসিক নির্বাচনে প্রচারণায় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের বিস্তারিত
নগরের দেওয়ানবাজার এলাকায় ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান বিস্তারিত
দলের মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে বিজয়ী করতে নগরীর ৪১টি ওয়ার্ড বিস্তারিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র বিস্তারিত
ভোগান্তি বছরজুড়ে। চট্টগ্রাম নগররে অলিগলি থেকে শুরু করে মূলসড়ক পর্যন্ত বিস্তারিত
চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. বিস্তারিত
নির্বাচনবিধি লঙ্ঘন করে একাধিক মাইক দিয়ে প্রচারণা ও সিএনজি গাড়িতে পোষ্টার বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হলো—চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিস্তারিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে বির্তক যেন পিছু ছাড়ছে না। বিস্তারিত
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৫৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা বিস্তারিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জান্নাতুল তাসলিমা বৃষ্টি (২০) নামের এক বিস্তারিত
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম সিটি বিস্তারিত
সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি
Copyright © cvoice24.com 2018
Design & Developed by: Muktodhara Technology Ltd.