Cvoice24.com


চট্টগ্রাম বন্দরের ২ নম্বর বার্থে পণ্য উঠা-নামা বন্ধ

প্রকাশিত: ১৪:৫৮, ১ ডিসেম্বর ২০২০
চট্টগ্রাম বন্দরের ২ নম্বর বার্থে পণ্য উঠা-নামা বন্ধ

চট্টগ্রাম বন্দরের ২ নম্বর বার্থে পণ্য উঠা-নামার ধারাবাহিক কাজ দুই ঘণ্টা বন্ধ থাকার ঘটনা ঘটেছে। শিপিং এজেন্টদের পরামর্শে সার্ভে কাজ করতে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে পণ্য উঠা-নামার কাজ বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম।

তিনি সিভয়েসকে বলেন, ‘২ নম্বর বার্থে পণ্য নামানোর সময় জাহাজ থেকে কিছু একটা পড়ে গিয়েছিলো। সেটার প্রেক্ষিতে শিপিং এজেন্টরা বার্থ অপারেটর ও রুহুল আমিন ব্রাদার্সকে সার্ভে করার অনুরোধ জানায়। সার্ভে কার্যক্রম পরিচালনা করতে আজ (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে ৬টা ঘণ্টা দু’য়েক পণ্য উঠা-নামার কাজ বন্ধ ছিলো। এখন সকল কাজ স্বাভাবিক হয়েছে।’

সিভয়েস/এসবি/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়