Cvoice24.com


ডিসেম্বরেই চসিকের ভোট গ্রহণ?

প্রকাশিত: ১২:২৩, ২ ডিসেম্বর ২০২০
ডিসেম্বরেই চসিকের ভোট গ্রহণ?

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ কখন হবে তা স্পষ্ট না করলেও সেটা চলতি ডিসেম্বরই হওয়ার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। তবে কোনও কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে করতে না পারলেও জানুয়ারির প্রথম দিকে ভোট গ্রহণ হতে পারে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তালিকা চূড়ান্ত করে সূচি ঘোষণার সময় সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। 

তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এখানে তফসিল দেয়ার কোনও প্রয়োজন নেই। কেবলমাত্র ভোটের তারিখ ঘোষণা হবে। কমিশনের সিদ্ধান্ত হলে ভোটের তারিখ জানানো হবে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে ভোট হতে পারে। তবে কোনও কারণে ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারিতে হবে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠানে ফেব্রুয়ারি পর্যন্ত ইসির হাতে সময় আছে বলেও সচিব জানান।

তফসিল অনুযায়ী, গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। পরে চসিকে নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজনকে ৬ মাসের জন্য প্রশাসক নিয়োগ দেয় সরকার। 

এ নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী হলেন, আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়া কাউন্সিলর পদে ২ শতাধিক প্রার্থী রয়েছেন।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়