আপডেট ০৯:২২ পিএম, জানুয়ারী ১৮, ২০২১
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার ঘোষণা এসেছে নির্বাচন কমিশন থেকে। তবে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, ডিসেম্বরে নয়, জানুয়ারির প্রথম সপ্তাহেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামন সিভয়েসকে বলেন, ‘আমাদের এখনও স্পষ্ট করে ভোট গ্রহণ নিয়ে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত জানানো হয়নি। তবে যতটুকু আভাস পাচ্ছি, জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হতে পারে। আমাদের প্রস্তুতি আগে থেকেই সব ছিল। মাঝখানে করোনার
কারণে ভোট গ্রহণ স্থগিত হয়। নির্দেশনা পেলে আমরা সেখান থেকেই শুরু করতে পারব।’
যে সব ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মারা গেছেন সেই সব ওয়ার্ডে নতুন করে তফশীল ঘোষণা করা হবে নাকি সেই সব ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে? সে বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখনও স্পষ্ট কোনও নির্দেশনা আসেনি। সামনের ভোট গ্রহণের দিন ওই চার ওয়ার্ডে মেয়র পদে ভোট হলেও কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে না। পরে কমিশনের নির্দেশনা মতে, সেই সব ওয়ার্ডে নতুন করে কাউন্সিলর পদে তফসিল ঘোষণা করে ভোট গ্রহণ করা হবে।’
নির্বাচনী তফসিল ঘোষণার পর মারা গেছেন সংরক্ষিত ওয়ার্ড (১৭, ১৮ ও ১৯) কাউন্সিলর প্রার্থী সাহিদা বেগম পারভীন, সাধারণ ওয়ার্ড ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মাজহারুল ইসলাম চৌধুরী, ৩৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হোসেন মুরাদ ও ৪০ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ জয়নাল আবেদীন।
আরও পড়ুন : ডিসেম্বরেই চসিকের ভোট গ্রহণ?
এর আগে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তালিকা চূড়ান্ত করে সূচি ঘোষণার সময় ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এখানে তফসিল দেয়ার কোনও প্রয়োজন নেই। কেবলমাত্র ভোটের তারিখ ঘোষণা হবে। কমিশনের সিদ্ধান্ত হলে ভোটের তারিখ জানানো হবে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে ভোট হতে পারে। তবে কোনও কারণে ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারিতে হবে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠানে ফেব্রুয়ারি পর্যন্ত ইসির হাতে সময় আছে বলেও সচিব জানান।
তফসিল অনুযায়ী, গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। পরে চসিকে নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজনকে ৬ মাসের জন্য প্রশাসক নিয়োগ দেয় সরকার।
এ নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী হলেন, আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়া কাউন্সিলর পদে ২ শতাধিক প্রার্থী রয়েছেন।
-সিভয়েস/এমএন/এডি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের উপর বিস্তারিত
চসিক নির্বাচনে প্রচারণায় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের বিস্তারিত
নগরের দেওয়ানবাজার এলাকায় ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান বিস্তারিত
দলের মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদেরকে বিজয়ী করতে নগরীর ৪১টি ওয়ার্ড বিস্তারিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র বিস্তারিত
ভোগান্তি বছরজুড়ে। চট্টগ্রাম নগররে অলিগলি থেকে শুরু করে মূলসড়ক পর্যন্ত বিস্তারিত
চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. বিস্তারিত
নির্বাচনবিধি লঙ্ঘন করে একাধিক মাইক দিয়ে প্রচারণা ও সিএনজি গাড়িতে পোষ্টার বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হলো—চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিস্তারিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে বির্তক যেন পিছু ছাড়ছে না। বিস্তারিত
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৫৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা বিস্তারিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জান্নাতুল তাসলিমা বৃষ্টি (২০) নামের এক বিস্তারিত
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম সিটি বিস্তারিত
সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি
Copyright © cvoice24.com 2018
Design & Developed by: Muktodhara Technology Ltd.