Cvoice24.com


এবার কমিউনিটি সেন্টারে ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ১২:১৬, ৪ ডিসেম্বর ২০২০
এবার কমিউনিটি সেন্টারে ম্যাজিস্ট্রেট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাতে ও স্বাস্থ্যবিধি মানাতে এবার কমিউনিটি সেন্টার ও কনভেনশন সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এর আগে নগরের গুরুত্বপূর্ণ এলাকা ও বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান চালায় প্রশাসন। 

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, রীমা কমিউনিটি সেন্টার, প্রিয়া কমিউনিটি সেন্টার, রঙ্গম কমিউনিটি সেন্টার, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস, মেঘনা কমিউনিটি সেন্টার ও হার্টস অফ চিটাগং এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। এসময় তিনি মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ জনকে ৩ হাজার একশ টাকা জরিমানা করেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, সামাজিক অনুষ্ঠানগুলোতে জনসমাগমের পাশাপাশি মাস্ক পড়ার প্রবণতা দেখা যাচ্ছেনা। তারা নানা রকম অজুহাত দেখাচ্ছেন। আজ ১৬ জনকে জরিমানার পাশাপাশি কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
 

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়