Cvoice24.com


মাস্ক না পরে জরিমানা গুনলো ৫৮ জন

প্রকাশিত: ১৩:৪৫, ৫ ডিসেম্বর ২০২০
মাস্ক না পরে জরিমানা গুনলো ৫৮ জন

মাস্ক থাকলেও কেউ কেউ তা সঠিক নিয়মে ব্যবহার করছেন না। কারও মাস্ক হাতে কিংবা পকেটে। আবার কারও মুখের নিচে। মাস্ক ব্যবহারে এমন উদাসীনতা ও না পরার কারণে চট্টগ্রাম নগরীতে ৫১ মামলায় ৫৮ জনকে মোট ১৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন জেলা প্রশাসনের ৩ ভ্রাম্যমাণ আদালত। এসময় বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

এরমধ্যে নগরীর নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। তিনি সিভয়েসকে বলেন, ‘করোনার সময় মাস্ক পরা বাধ্যতামূলক হলেও ওই এলাকার ক্রেতা ও বিক্রেতা অনেকেই মাস্ক পরছেন না। আবার মাস্ক মুখের নিচে থাকলেও মুখ খোলা বা বের করা অবস্থায় রয়েছেন অনেকেই।’

এসময় ৮ মামলায় ৮ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্কহীন ১০০ জনের মাঝে ১০০টি মাস্কও বিতরণ করা হয়।

এদিকে নগরীর গোল পাহাড় মোড়, জিইসি এবং কাজির দেউড়ী  এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। এসময় ৩০ মামলায় ৩৭ জনকে ১১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড ও পাশাপাশি ২০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

অন্যদিকে দুপুরে নগরীর কোতোয়ালী মোড় ও নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। এসময় মাস্ক না পরায় ১৩ মামলায় ১৩ জনকে ১ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

-সিভয়েস/এইচবি/এএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়