Cvoice24.com


‘বাবু খাইছো’ নকল করে মামলা খেলেন হিরো আলম

প্রকাশিত: ১১:৫৪, ১১ ডিসেম্বর ২০২০
‘বাবু খাইছো’ নকল করে মামলা খেলেন হিরো আলম

আলোচিত ‘বাবু খাইছো?’ গানের কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম। এদিকে ‘জোকার’ বলে গালিগালাজ করায় মীর মাসুমের বিরুদ্ধেও মামলা করবে বলে জানিয়েছেন হিরো আলম।

আলোচিত, সমালোচিত এ গানটির কথা ও সুর করেছেন সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম। কণ্ঠ দিয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। গত ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়। গানটির কথা ও সুর নকল করে একই শিরোনামে আরেকটি গান করায় হিরো আলমের বিরুদ্ধে এ মামলা করেন মীর মাসুম।

এদিকে মামলা প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রথমত, আমি কিন্তু কোনো সিঙ্গার নই বা শিল্পী নই। গানটি আমি শখের বশে গেয়েছি। এই গানডা মানুষ ভাইরাল করেছে এর জন্য আমি কোনো দায়ী নই। দুই নাম্বার কথা, মাসুম যে আমার নামে মামলা করেছে, ওই (মীর মাসুম) যুব সমাজ নষ্ট করেছে… আর ‘বাবু খাইছো’ তো ফেসবুকের কমন ডায়লগ (সংলাপ) ছিল। আর তাঁর গান আমি গাইনি। আমি ‘বাবু খাইছো’ এই শব্দটা ব্যবহার করেছি। আপনি আমার গানডা দেখেন, আমি তো ওর গান গাইনি, হুবহু কপি করিনি...।’

হিরো আলম আরও বলেন, ‘ওর (মীর মাসুম) বিরুদ্ধে আমি উল্টো পদক্ষেপ নেব। উনি আমাকে জোকার বলে গালিগালাজ করেছে। উনি আমাকে জোকার বলে গালিগালাজ কেন করল... আমি তাঁর বিরুদ্ধে উল্টো মামলা করব।’

মামলা প্রসঙ্গে মীর মাসুম বলেন, ‘আমার গান প্রকাশের দুই মাসের মাথায় প্রকাশ্য দিবালোকে এই কাজগুলো হচ্ছে। এটাকে চুরি বলাও ঠিক হবে না, ডাকাতি বলতে হবে। আমি মনে করি, আমার সঙ্গে যে ঘটনাটি হয়েছে সেটি যেকোনও শিল্পীর জন্য অপমানের। আমি তারই বিচার চাই আইন ও রাষ্ট্রের কাছে। আশা করছি সুবিচার পাবো।’

গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মুক্তির দুই মাসের মধ্যে নাটকটির ভিউ এক কোটি ছাড়িয়ে যায়। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ, সুর করেন মীর মারুফের ভাই মীর মাসুম। এদিকে, এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন। আর এটি নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়