Cvoice24.com


১১ জানুয়ারি হবে সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি

প্রকাশিত: ১৪:০৬, ৩১ ডিসেম্বর ২০২০
১১ জানুয়ারি হবে সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি

স্থগিত হওয়া ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রামের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এছাড়া স্থগিত হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রামে নগরীতে এবার ১০টি সরকারি স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণিতে মোট ৩ হাজার ৯১০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে ২ হাজার, ষষ্ঠ শ্রেণিতে ৭৬৫, সপ্তম শ্রেণিতে ২০, অষ্টম শ্রেণিতে ১৭০ এবং নবম শ্রেণিতে ৯৫৫ জন শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পাবে।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়