Cvoice24.com

সরকারি আমদানিতে কমছে চালের দাম

প্রকাশিত: ১৪:২১, ৫ জানুয়ারি ২০২১
সরকারি আমদানিতে কমছে চালের দাম

ফাইল ছবি

দেশে চালের মূল্যবৃদ্ধির লাগাম ধরতে সরকারি উদ্যোগে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত ২৪ ডিসেম্বর ৪ হাজার ৩০০ টন চাল আসার পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসছে আরও ৫ হাজার ১০০ টন চাল। এরপরে তৃতীয় দফায় মাদার ভ্যাসেলে করে চাল আমদানি কথাও রয়েছে। এ নিয়ে চালের বাজারে স্বস্তি আসার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

সরকারি চাল আমদানি প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তরের প্রধান আবু নাঈম মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘আজ (মঙ্গলবার) রাত ১১টার দিকে ভারত থেকে আরও ৫ হাজার ১০০ টন চাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা। ‘এমভি সেঁজুতি’ নামের একটি জাহাজে করে এ চালগুলো আসবে। এ নিয়ে দ্বিতীয় দফায় চাল আসছে।’

তিনি আরও বলেন, ‘এমভি সেঁজুতি জাহাজটিতে করেই কলকাতা থেকে প্রথম দফায় ৪ হাজার ৩০০ টন চাল নিয়ে চট্টগ্রামে এসেছিল। চালগুলো বন্দর থেকে খালাস হয়ে সরকারি গুদামে পৌঁছে গেছে। দুই দফা লাইটার জাহাজে করে চাল আমদানি করা হলেও তৃতীয় দফায় মাদার ভ্যাসেলে করে চাল আমদানি করা হবে। আগামী ১০ জানুয়ারি চাল নিয়ে বড় একটি জাহাজের চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।’

ভারতীয় চাল আসার কারণে দেশিয় চালের বাজারে প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আজম বলেন, ‘চাল আমদানির সিদ্ধান্ত নেয়ায় পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। সরকারি-বেসরকারিভাবে চাল আমদানির খবরে বাজারে চালের দাম কেজি প্রতি দেড় থেকে দুই টাকা করে কমেছে। গত এক মাসে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম বেড়েছে ৯.৮২ শতাংশ। আর ইরি বা স্বর্ণার মতো মোটা চালের দাম ১২.৯৪ শতাংশ বেড়েছে। মাঝারি মানের চাল পাইজাম বা লতার দাম বেড়েছে ১৯. ৩৫ শতাংশ।’

-সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়