Cvoice24.com

তুলার ঘোষণায় আনা হলো ২ কনটেইনার সোফার কাপড়

প্রকাশিত: ১৩:২৬, ৭ জানুয়ারি ২০২১
তুলার ঘোষণায় আনা হলো ২ কনটেইনার সোফার কাপড়

শুল্কমুক্ত কাঁচা তুলা আমদানির ঘোষণায় উচ্চ শুল্কের ৪০ হাজার ৫০০ কেজি সোফার কাপড় আমদানি করে ১ কোটি ৪০ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছে আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স ইএন এন্টারপ্রাইজ’। ৪০ ফুট দীর্ঘ ২টি কনটেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচা তুলা ঘোষণা দিয়ে ডেলিভারির জন্য এসহাক ব্রাদার্স কনটেইনার ডিপোতে নিয়ে গেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর শাখা কনটেইনার ২টি আটক করে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এসহাক ব্রাদার্স কনটেইনার ডিপো থেকে উচ্চ শুল্কের (৮৯ শতাংশ) সোফা ফেব্রিকস আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, ‘মেসার্স ইএন এন্টারপ্রাইজ নামের কোতোয়ালী থানার জুবিলী রোডের এক আমদানিকারক প্রতিষ্ঠান চীন থেকে ৪০ ফুট দীর্ঘ ২টি কনটেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচা তুলা ঘোষণা দিয়ে কাস্টম প্রক্রিয়া সম্পন্ন করে খালাস পর্যায়ে ডেলিভারির জন্য এসহাক ব্রাদার্স কনটেইনার ডিপোতে নিয়ে যায়। এ চালানের বিল অব এন্ট্রি নম্বর ৪ জানুয়ারি সি-১৫০২০।’

তিনি আরও বলেন, ‘আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রগতি কার্গো সার্ভিসের প্রতিনিধি গোপনে কনটেইনার খুলে পণ্য ট্রাকে লোড করা অবস্থায় কাস্টমস কর্মকর্তারা পণ্য চালানটি আটক করেন। চালানটিতে শূন্য শুল্কের কাঁচা তুলার পরিবর্তে উচ্চ শুল্কের (৮৯ শতাংশ) ৪০ হাজার ৫০০ কেজি সোফা ফেব্রিকস পাওয়া যায়। প্রাথমিক তথ্যমতে, আমদানিকারকের অসত্য ঘোষণার ফলে অনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল। এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিং আইনে মামলা এবং সিঅ্যান্ডএফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

-সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়