Cvoice24.com

চসিক নির্বাচন ২০২১
আগের রাতে ভোট কেন্দ্র পাহারা দিতে বললেন আ.লীগ নেতা

প্রকাশিত: ১৪:৪১, ৮ জানুয়ারি ২০২১
আগের রাতে ভোট কেন্দ্র পাহারা দিতে বললেন আ.লীগ নেতা

এবার চসিক নির্বাচনে আগের রাত থেকে কেন্দ্র পাহারা দিতে বললেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। গত চসিক নির্বাচনে আগের রাতে ভোট লুট হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। যদিও হরহামেশা ভোটের আগের দিন কেন্দ্র পাহারা দেওয়ার কথা বিরোধী দলীয় প্রার্থীরা বলে আসছেন।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন। যদিও সিভয়সের কাছে শফিক আদনান দাবি করেছেন, শুধুমাত্র ফিরিঙ্গিবাজারের একটি কেন্দ্রে গত নির্বাচনে রাতে ভোট ডাকাতি হয়েছিল বলেই অনিয়ম রুখতে তিনি একথা বলেছেন। 

মেয়রপদে রেজাউল করিম চৌধুরী, ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে মোহাম্মদ সালাউদ্দিন ও সংরক্ষিত ওয়ার্ডে লুৎফুন্নেসা দোভাষের সমর্থনে নির্বাচনী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

ভিডিও: রাতে ভোট কেন্দ্র পাহারা দিতে বললেন আওয়ামী লীগ নেতা...

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বলেন, ‘আপনারা জানেন নেত্রী শেখ হাসিনা যাদের যোগ্য মনে করেছেন তাদেরকে মনোনয়ন দিয়েছেন। তাই যোগ্য ব্যক্তিদের আমরা নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হবো। আমি একটি ছোট্ট কথা বলছি। আপনারা মনে কষ্ট নিবেন না। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের এই ওয়ার্ডের এই স্কুলে ভোটের আগের দিন রাতে একটি অনিয়ম হয়েছিল। আগামী নির্বাচনে যেন এই অনিয়ম আর না হয়। পালাক্রমে আপনারা যারা এলাকার স্থায়ী বাসিন্দা তারা সবাই মিলে ভোটের আগের দিন থেকে পাহারা দিবেন। গত নির্বাচনে রাতের অন্ধকারে যেভাবে ভোট লুট করেছিল, এবার সেভাবে কেউ যেন ভোট লুট করতে না পারে। শুধু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দিয়ে হবে না।’

এলাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি জানি আপনারা অনেক সচেতন। আপনারা যে ভোটের কারিগর সেটা প্রমাণ করবেন আগামী ২৭ জানুয়ারি এই কেন্দ্র পাহারা দিয়ে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ অন্য কেন্দ্রে ভোট চুরি করতে দিবো না। আপনারা শুধু এই কেন্দ্রে পাহারা দেবেন। এই কেন্দ্রে অতীতেও ভোট ডাকাতি হয়েছিল গভীর রাতে। আমি সাক্ষী। আমাকে চট্টগ্রাম কলেজের একজন সিনিয়র শিক্ষক রাত সাড়ে তিনটার সময় ফোন করে বলেছে, ভাই আমি এই সেন্টারে দায়িত্বে আছি এই সেন্টারে তো ভোট চুরির ঘটনা ঘটে গেছে। এখন আমি কী করবো? আমি তখন আমাদের তৎকালীন কাউন্সিলর বর্তমান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষকে সংবাদটি জানাই। সে রাতে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি, এলাকার নেতাকর্মী ও এলাকাবাসী মনোবল ভেঙ্গে যাবে। তাই আমরা সেদিন কাউকে বলিনি। সেদিন শুধু কাউন্সিলর প্রার্থীরা নয় মেয়র প্রার্থীরাও অনেক ঘটনার শিকার হয়েছেন।’

ওই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও কাউন্সিলর প্রার্থী ছিলেন হাসান মুরাদ বিপ্লব। দুজনেই মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। যদিও এবার নাছির মনোনয়ন বঞ্চিত হওয়ায় নির্বাচন না করলেও দলের সমর্থন বঞ্চিত হয়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন হাসান মুরাদ বিপ্লব। 

নির্বাচনী সভায় শফিক আদনান আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে রেজাউল করিম চৌধুরীসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের সাথে আছে। তারা দলীয় কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন ও সংরক্ষিত মহিলা আসনের লুৎফুন্নেছা দোভাষ বেবীর সাথে আছে। আমরা এবারো প্রমাণ করবো কোন হঠাৎ গজে উঠা কলাগাছকে আমরা কাউন্সিলর নির্বাচিত করবো না। দখলবাজ, চাঁদাবাজকে কাউন্সিলর নির্বাচিত করবো না।’

‘আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছে। আমাদের সাথে আমাদের মুরুব্বী সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আছেন। আমাদের সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন। আপনার শুধু সঠিক সময়ে সঠিক রায়টা প্রদান করবেন। ৩৩ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট এই স্কুলে। তাই দায়িত্বও সবচেয়ে বেশি আপনাদের। আপনাদের সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব বেশি বেশি পালন করবেন।’

জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান সিভয়েসকে বলেন, ‘আমি আসলে বলতে চেয়েছি গত চসিক নির্বাচনে ওই একটি কেন্দ্রে কিছুটা অনিয়ম হয়েছিল। এবার যাতে সেই ধরণের কিছু না হয় সবাইকে সজাগ থাকতে।’

বিএনপি কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলে আসলেও আওয়ামী লীগ নেতার মুখ থেকে এ ধরণের কথা কেন? তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা চাই সুষ্ঠু ভোট হোক। এই কেন্দ্রে কিছু অনিয়ম করার মানুষ আছে। তাই ভোটের আগের রাতে থেকেই তো কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে কেউ কোনও অনিয়ম করতে না পারে।’ তিনি কারও নাম উল্লেখ না করলেও স্পষ্টতই এসব কথা সদ্য সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ বিপ্লবকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়