Cvoice24.com

তারুণ্যের বিশ্বজয়

প্রকাশিত: ১০:৪৪, ১১ মে ২০১৮
তারুণ্যের বিশ্বজয়

বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এ দেশের তরুণরা। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো থেকে তারা নিয়মিতই পুরস্কার ছিনিয়ে নিয়ে আসছেন বাংলাদেশের ঘরে। নানান অনিশ্চয়তা ও বিপত্তির মাঝে বাংলাদেশের মানুষের মন ভালো করা খবর আসছে তারুণ্যের মাধ্যমে। গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে থাইল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ দল।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতা থেকে সেরার পদক নিয়েই তারা ফিরেছে। পিয়ার টু পিয়ার : ফেসবুক গ্লোবাল ডিজিটাল চ্যালেঞ্জ ২০১৭ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭০টি দেশের ১৬০টি দল। চ্যাম্পিয়ন দলের নাম বাংলাদেশ। সম্প্রতি গ্লোবাল সিটিজেন উইক উপলক্ষে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে ৬০ হাজার দর্শকের সামনে নিজের সমাজসেবামূলক কার্যক্রমের গল্প বলেছেন বাংলাদেশের তরুণী শমী হাসান চৌধুরী। যুক্তরাষ্ট্রের স্লোন ফাউন্ডেশন থেকে ছবি বানানোর জন্য ৮৪ লাখ টাকার অনুদান পেয়েছেন আইবিএর সাবেক ছাত্র রেজওয়ান শাহরিয়ার সুমিত। সারা বিশ্বে কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে যারা কাজ করেন, তাদের একটি আন্তর্জাতিক সংস্থার নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কম্পিউটেশনাল বায়োলজি (আইএসসিবি)। দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও ফেমের প্রতিষ্ঠাতা জায়বা তাহিয়া। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যেন সেরাদের সেরা বাংলাদেশের তরুণ-তরুণীরা। আইইইই ইমেজ ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং কাপ, সংক্ষেপে যেটি ভিআইপি কাপ নামে পরিচিত, বিভিন্ন দেশের ২১৮টি দলের মধ্যে প্রতিযোগিতায় সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থাপত্যের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রতিযোগিতা তামায়ুজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা পড়েছিল ৪২টি দেশের ১১৮টি বিশ্ববিদ্যালয়ের ৪৬৮টি প্রকল্প। প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নিশাত তাসনিম। ‘টেকনোলজি’ আর ‘সংস্কৃতি’র মিশেলে প্রতি বছর ভারতে আয়োজন করা হয় একটি প্রতিযোগিতা, নাম টেককৃতি। এ বছর ভারতের আইআইটি কানপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে গিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারটি দল। প্রতিযোগিতার পাঁচটি ভিন্ন ভিন্ন পর্ব থেকে মোট ছয়টি পুরস্কার এসেছে বাংলার শিক্ষার্থীদের হাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ২৬ মার্চ। গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মতো আন্তর্জাতিক আয়োজনেও একটু একটু করে এগিয়েছে বাংলাদেশের তারুণ্য। বাংলাদেশে প্রতিটি আয়োজন থেকেই কোনো না কোনো পদক এসেছে। বিজ্ঞানভিত্তিক প্রখ্যাত ম্যাগাজিন সায়েন্স নিউজের নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের নির্বাচিত সদস্যদের করা ৪০ বছরের নিচের সেরা ১০ তরুণ গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন বাঙালি তরুণ এহসান হক। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত কারিগরি বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জার্নাল টেকনোলজি রিভিউ ঘোষিত ৩৫ বছরের কম বয়সী সেরা ৩৫ জন উদ্ভাবকের সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি। ‘এসএন ১০’ নামের এ তালিকায় মূলত সেসব তরুণ গবেষকের নাম যুক্ত করা হয়েছে, যারা ইতিমধ্যে গবেষণা ও নতুন উদ্ভাবনে নিজেদের সফলতা দেখাতে পেরেছেন এবং ভবিষ্যতের দারুণ সব গবেষণাভিত্তিক উদ্ভাবনে নেতৃত্ব দিতে পারেন। এ তালিকা তৈরির ক্ষেত্রে যুক্ত ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিমেল দেব পেয়েছেন ২০১৪ সালের ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি’ বিভাগে ‘দ্য আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড। সারা বিশ্বের সব স্নাতক পড়ুয়া শিক্ষার্থীর গবেষণা আর সৃজনশীলতার সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় আয়ারল্যান্ডের ‘দ্য আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। এখানে এমআইটি থেকে শুরু করে স্ট্যানফোর্ড, হার্ভার্ড, প্রিন্সটনের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত অংশগ্রহণ দেখা যায়। সেসব বিশ্বসেরা শিক্ষার্থীর ভিড়ে বাজিমাত করেন বাংলাদেশের গর্ব হিমেল দেব।

ঢাকা কলেজের শিক্ষার্থী নুর মোহাম্মদ শফিউল্লাহ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) রৌপ্যপদক লাভ করেন। নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে মোট চারবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) দেশের প্রতিনিধিত্ব করেছেন শফিউল্লাহ। আগের দুই আইএমও থেকে দুটি ব্রোঞ্জপদক জয়ের গৌরব আছে তার। ছোটবেলা থেকেই গণিতের ভক্ত শফিউল্লাহ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে তিনবার চ্যাম্পিয়ন ও তিনবার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেন। শফিউল্লাহ এখন রীতিমতো বিশ্ব গণিতের গর্ব।

সিভয়েস/এএইচ

90

সর্বশেষ

পাঠকপ্রিয়