Cvoice24.com

ফলাফল যাই হোক মেনে নেবো: রিফাত

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১৫ জুন ২০২২
ফলাফল যাই হোক মেনে নেবো: রিফাত

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেবেন এবং জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাকে সবার আগে ফুলের মালা পরাবেন বলেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। 

বুধবার (১৫ জুন) রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আরফানুল হক রিফাত বলেন, “ভোটের পরিবেশ খুবই সুন্দর। আমি ভোটারদের বলব কেন্দ্রে এসে ভোট দিতে।”

 তিনি বলেন, ফলাফল যাই হোক আমি মেনে নেব। আর জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাকে সবার আগে ফুলের মালা দেবো আমি। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা তো শুরু থেকেই নালিশ করছেন। তাদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন। 

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হবো। 

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইলেকট্রনি ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়