Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

রামগড়ের দুর্গম এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫০, ৩০ জুলাই ২০২২
রামগড়ের দুর্গম এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

রামগড়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে

খাগড়াছড়ির রামগড়ে দুই শতাধিক অসহায় ও দরিদ্র রোগীদের দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জোন।

শনিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে রামগড় ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দুর্গম লাচারীপাড়া বিজিবি ক্যাম্প স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করে।

ক্যাম্পের উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান। এ সময় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামানসহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও ১নম্বর ইউপি সদস্য চুথোয়াই মগ উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন বিজিবি গুইমারা সেক্টরের বিশেষজ্ঞ ডাক্তার মেজর ডা. উম্মে হাবিবা ও মেজর ডা. সরকার রুশতী আজিজ।  

উদ্বোধনী শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের ক্যাম্প আরো করা হবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়