Cvoice24.com

কক্সবাজারে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, এনিয়ে ৮

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২ আগস্ট ২০২২
কক্সবাজারে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, এনিয়ে ৮

দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে, উভয়ই কক্সবাজার জেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকার বাইরে কক্সবাজারের রোগীই সবচেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার বুলেটিনে গত ২৪ ঘণ্টায় দুই রোগীর মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, তাদের নিয়ে এবছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

এই ১২ জনের মধ্যে আটজনই কক্সবাজার জেলার বাসিন্দা।

এ পর্যন্ত যে ১২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নয়জনই মারা গেছে জুলাই মাসে। জুন মাসে একজনের মৃত্যু হয়েছিল, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সেটাই ছিল প্রথম মৃত্যু।

সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। তাদের ৫১ জন ঢাকা মহানগরের বাসিন্দা। কক্সবাজারে নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন। চট্টগ্রাম জেলায় ৪ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩২২ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় ২৪৬ জন।

বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এ সময় এই মশার দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২ অগাস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮১২ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি জুলাই মাসেই ১ হাজার ৫৭১ জনই ভর্তি হন। এছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অগাস্টের প্রথম দুই দিনে নতুন রোগী পাওয়া গেছে ১৫২ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়