Cvoice24.com

বিমানের চাকায় ত্রুটি: শাহ আমানতে দু’ঘণ্টা বন্ধ ছিল বিমান উঠা নামা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ৭ আগস্ট ২০২২
বিমানের চাকায় ত্রুটি: শাহ আমানতে দু’ঘণ্টা বন্ধ ছিল বিমান উঠা নামা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। ছবি: সিভয়েস

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানবাহিনীর প্রশিক্ষণকালে একটি বিমানের চাকায় ক্রুটি দেখা দেয়ায় দু’ঘণ্টা ধরে বন্ধ ছিল ফ্লাইট উঠা-নামা। এতে করে ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

রবিবার (৭ আগস্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান সিভয়েসকে বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণকালে একটি বিমানের চাকায় ক্রুটি দেখা দিয়েছিল। এ কারণে অন্যান্য ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দু’’ঘণ্টাা বিমান ওঠা-নামা বন্ধ ছিল। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে ঢাকাগামী একটি ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে যেতে বিলম্ব হয়েছে। যাত্রীদের একটু সমস্যা হয়েছিল। তবে বিমানটি একটু আগেই চট্টগ্রাম ছেড়েছে।

সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়