Cvoice24.com

এবার ট্রেনভাড়া বাড়ানোর ইঙ্গিত 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ৭ আগস্ট ২০২২
এবার ট্রেনভাড়া বাড়ানোর ইঙ্গিত 

রেলযোগে যেতে ঘরমুখো মানুষ। ফাইল ছবি

রেলপথে ভাড়া বাড়ার ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেনভাড়া বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

রবিবার (৭ আগস্ট) রেলমন্ত্রী বলেন, ‌‘ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি। ট্রেনের ভাড়া বাড়াতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে।

রেল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছে কি না জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি।’

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়