Cvoice24.com

হালদায় মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৪৪, ১০ আগস্ট ২০২২
হালদায় মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মামুনুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ আগস্ট) উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল হালদা নদীর নাছির মোহাম্মদ ঘাটে এ ঘটনা ঘটে। 

মামুনুর রশিদ নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দীন মুন্সির বাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নদীতে হাত জাল দিয়ে মাছ ধরতে যান মামুনুর রশিদ। মাছ ধরা শেষে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় মাঝখানে ডুবে যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
 
স্থানীয় কাউন্সিলর ছৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই জায়গায় ৫-৬ বছর আগেও একসাথে নৌকাডুবিতে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তখনকার সময়ে একজন নিখোঁজ ছিলেন তার লাশের সন্ধান এখনো মিলেনি।

Add

সর্বশেষ

    পাঠকপ্রিয়