Cvoice24.com

হাইড্রোজেন পারঅক্সাইড পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নিলো সিঙ্গাপুর

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ১১ আগস্ট ২০২২
হাইড্রোজেন পারঅক্সাইড পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নিলো সিঙ্গাপুর

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার পর হাইড্রোজেন পার-অক্সাইড পরিবহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) পিএসএ থেকে বিষয়টি ই-মেইলে জানানো হয়েছে। 

জানা গেছে, গত ৪ জুন চট্টগ্রামের ভাটিয়ারি এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও কনটেইনার বিস্ফোরণের ঘটনার পর হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি কনটেইনার গ্রহণ স্থগিত করে একটি চিঠি ইস্যু করে সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ। এরপর্ ৯ জুন থেকে হাইড্রোজেন পার অক্সাইড পরিবহনে অস্বীকৃতি জানায় শিপিং অপারেটররা। গত ৮ আগস্ট আল রাজী কেমিক্যালের পক্ষে এমপিএ সিঙ্গাপুরকে ইমেইল দিয়ে হাইড্রোজেন পার অক্সাইডবাহী কনটেইনার সিঙ্গাপুর পোর্টে ট্রানজিট হিসেবে গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। 

বিএম ডিপোর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান বলেন, আমরা হাইড্রোজেন পার অক্সাইড পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নিতে সিঙ্গাপুর মেরিটাইম অথরিটির সঙ্গে একাধিকবার সভা করি। এরপর আজ তারা ইমেইল পাঠিয়েছে। সেখানে হাইড্রোজেন পার অক্সাইডের কনটেইনার গ্রহণ না করার সিদ্ধান্ত স্থগিত হয়েছে এবং এ বিষয়ে সব শিপিং লাইনকে চিঠি দেয়ার বিষয়ে জানানো হয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়