Cvoice24.com

বাংলাদেশ আজ বিশ্বে ইমার্জিন টাইগার হিসেবে পরিচিত: আ জ ম নাছির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ আজ বিশ্বে ইমার্জিন টাইগার হিসেবে পরিচিত: আ জ ম নাছির

মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলাচনা সভায় আ জ ম নাছির উদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বে ইমার্জিন টাইগার হিসেবে পরিচিতি পেয়েছে। আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক দেশ গড়ে তোলার প্রত্যয়ে নেত্রীর একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও সাফল্য বাস্তবায়ন সারা বিশ্বে প্রশংসনীয় হয়েছে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর)  বিকালে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগ আওতাধীন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর অধ্যবসায়ী মনোভাব এবং পরিশ্রমী উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে অনন্য অবস্থানে রয়েছে।মানুষের মনে এখন উন্নয়ন স্পৃহা, প্রযুক্তির প্রভাব প্রতিটি ঘরে ঘরে। 
  
সভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী বলেন, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শীতা,বিচক্ষণতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব দরবারে অন্যতম একজন নেতা। বাংলাদেশের রাজনীতির যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে শেখ হাসিনার সাহসের কারণেই আজ তিনি আন্তর্জাতিক রাজনীতিতে পরিণত হয়েছেন। 

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মো. এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মিয়া, ইউনিট আওয়ামী লীগ নেতা জসিম হাজারী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতা মো. আলমগীর, বখতেয়ার, সৈয়দ মো. জাহাঙ্গীর, শাহ আলম ভুঁইয়া, আবু বক্কর, মানিক মিয়া, রেদওয়ান আহমেদ দুলাল, হারুনুর রশিদ রণি, ইয়াসির আরাফাত, জসিম উদ্দিন, নাসিরুদ্দিন পলাশ, লোকমান হাকিম, তারেক হায়দার, নাজমুল হোসেন, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মিজানুর রহমান, মো. ইকবাল, রবিউল হোসেন জাহাঙ্গীর, ইয়ার আলী হাওলাদার, মহিলা শ্রমিক লীগ সভাপতি নাসরিন আকতার, আনোয়ারা বেগম, নাসিমা আকতার ও সোনিয়া আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের হাজার হাজার নেতাকর্মী আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি মিউনিসিপাল মডেল হাই স্কুল প্রাঙ্গন থেকে নিউমার্কেট ও কোতোয়ালি মোড় হয়ে লালদিঘী মাঠে এসে শেষ হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়