Cvoice24.com

চবিতে হলের ১৫৭ নম্বর কক্ষে গিয়ে আবেগাপ্লুত তথ্যমন্ত্রী

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ১৮ নভেম্বর ২০২২
চবিতে হলের ১৫৭ নম্বর কক্ষে গিয়ে আবেগাপ্লুত তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৯৮১-৮২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে সোহরাওয়ার্দী হলের ১৫৭ নম্বর রুমে থাকতেন তিনি। দীর্ঘ ৪০ বছর পর আবারো সেই স্মৃতি বিজড়িত রুমে পদার্পণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কক্ষে অবস্থানরত ছাত্রদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেন তথ্যমন্ত্রী। সেই রুমে থাকা তিন ছাত্রদের উপহারও দেন।

এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। বক্তব্য শেষে স্মৃতিচারণ করতে ছুটে যান হল জীবনে। এই নিয়ে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাই ফেইসবুক পেজে পোস্ট করেন তথ্যমন্ত্রী।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘এই কক্ষ ছিল আমার দ্বিতীয় আবাসস্থল। বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘ সময় আমি এই কক্ষে থেকেছি। এই কক্ষের সাথে আমার হাজারো স্মৃতি জমা আছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন পর এখানে আবারো আসতে পেরে খুবই ভাল লাগছে।মনে হচ্ছে আমি আবারো সেই পুরোনো দিনেই ফিরে গেছি।’

এরপর তিনি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট কক্ষে হল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। হল কর্তৃপক্ষ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ বলেন, ‘এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের হলের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে একজন মন্ত্রী। দীর্ঘদিন পর তাঁর পুরোনো হল ও কক্ষ পরিদর্শন করে খুবই খুশি হয়েছেন তিনি। আমরাও তাকে পেয়ে খুবই আনন্দিত। তিনি আমাদের হলের জন্য সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন।’

সর্বশেষ

পাঠকপ্রিয়