Cvoice24.com

বেলার রিজওয়ানা হাসানের গাড়িতে চসিক কাউন্সিলর জসিমের অনুসারিদের ঢিল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ২৬ জানুয়ারি ২০২৩
বেলার রিজওয়ানা হাসানের গাড়িতে চসিক কাউন্সিলর জসিমের অনুসারিদের ঢিল

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে চসিক কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের অনুসারিদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরের নগরের আকবরশাহ লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। 

এসময় বেলা’র কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে বেলার প্রধান নির্বাহী রিজওয়না হাসানের গাড়িটি আটকেও রাখা হয়। পরে পুলিশ এসে গাড়ি ছাড়িয়ে নেয়। এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বেলা। 

জানা যায়, দুপুর একটার দিকে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে আকবরশাহর লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে যায়। দলের সদস্যরা লেকসিটি আবাসিক এলাকা পেরিয়ে কালিরছড়া খাল ভরাটের জায়গা পরিদর্শনে গেলে তাঁদের অনুসরণ করতে থাকেন কাউন্সিলরের অনুসারিরা। এসময় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হুমকিধামকি দেয় কাউন্সিলরের তারা।

এ বিষয়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সিভয়েসকে বলেন, ‘পাহাড় কেটে ভরাট করা ছড়ার জায়গা পরিদর্শনে গেলে আমাদের দলকে বাধা দেওয়া হয়। অস্ত্রসস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং গাড়ি আটকে রাখে। পুলিশকে জানালে গাড়ি ছেড়ে দেয়। পরে আমি গাড়িতে ওঠার একপর্যায়ে গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলার কর্মসূচি প্রধান ফিরোজুল ইসলাম। তিনি সিভয়েসকে বলেন, ‘কাউন্সিলর ও তার অনুসারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই মূহুর্তে সেটার কাজই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
 
একই বিষয়ে জানতে চাইলে আকবরশাহ থানার ওসি তদন্ত সাকের আহমেদ সিভয়েসকে বলেন, ‘ঘটনার বিষয়ে জেনেছি এবং আমরা একটা এজাহার পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে মন্তব্য জানতে কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমকে একাধিকার ফোন করেও পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়