Cvoice24.com

হামিদচরে প্রস্তাবিত অফিস ভবনের মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ২৯ জানুয়ারি ২০২৩
হামিদচরে প্রস্তাবিত অফিস ভবনের মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা 

কর্ণফুলী নদীর তীরে হামিদচরে প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে সারওয়ার করিম নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা পুলিশের একটি টিম এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মকর্তারা।

ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা মাটি উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাটি উত্তোলনের অপরাধে সারওয়ার করিম নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হামিদচরে ৭৩ দশমিক ৪২ একর সরকারি জমিতে মিনি সেক্রেটারিয়েট বা সমন্বিত অফিস ভবন নির্মাণের প্রস্তাব নীতি নির্ধারণী পর্যায়ে আছে। তাই এ জমি থেকে মাটি বা বালু উত্তোলন কিংবা যেকোনো ধরনের অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়