Cvoice24.com


সাংবাদিকদের অকারণে ছাঁটাই না করার অনুরোধ তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৬:০৪, ২৯ জুলাই ২০১৯
সাংবাদিকদের অকারণে ছাঁটাই না করার অনুরোধ তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের অকারণে ছাঁটাই না করার জন্য বিভিন্ন গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ের সময় প্রশ্নের জবাবে মন্ত্রী এ অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা অন্য পেশায় গেলে কিন্তু সেই পেশা অনেক নিরাপদ ছিল। অন্যান্য নিরাপদ পেশায় আরও ভালো বেতনে যারা কাজ করছেন তাদের চেয়ে অনেক বেশি যোগ্যতা রাখেন সাংবাদিকরা। আমি অনুরোধ জানাবো, অকারণে যেন কাউকে এভাবে ছাঁটাই করা না হয়। 

তিনি বলেন, শিগগিরই প্রতিষ্ঠিত অনলাইন নিউজপোর্টাল গুলোকে নিবন্ধন দেয়া হবে। অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছি। যে অনলাইনগুলোর তদন্ত হয়েছে। কিছু অনলাইন আছে তদন্তের খুব একটা প্রয়োজন নেই।  সেগুলো প্রতিষ্ঠিত অনলাইন হিসাবে কাজ করছে। সেগুলোর নিবন্ধন আমরা খুব সহসা দিয়ে দেব।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়