Cvoice24.com


বাবা হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৪:৫৩, ১৯ আগস্ট ২০১৯
বাবা হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড

ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ আদেশ দেন।

একই সাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ খন্দকার কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের বাসিন্দা ও পেশায় রিকশা চালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, জমি ভাগ বাটোয়ারা নিয়ে বাবা বারেক খন্দকারের সাথে ছেলে আলতাফের প্রায় ঝগড়া হতো। এ নিয়ে ২০০৭ সালে ১০ এপ্রিল সন্ধ্যায় আলতাফ ক্ষুব্ধ হয়ে বাবা বারেককে কুপিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক  অবস্থায় বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ এপ্রিল মারা যান তিনি। এ ঘটনায় নিহতের অপর ছেলে মনজুর খন্দকার বাদী হয়ে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক 

সর্বশেষ

পাঠকপ্রিয়