Cvoice24.com


ব্যর্থতার দায় নিজ কাঁধে নিলেন সাকিব

প্রকাশিত: ১৬:২৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
ব্যর্থতার দায় নিজ কাঁধে নিলেন সাকিব

মাত্র তিনটি ওভার পেরুতে পারলেই ড্র পেত বাংলাদেশ। তাই সেই আক্ষেপ যেন পিছু ছাড়ছে না টাইগার শিবিরে। ছবি: আকমাল হোসেন।

দিনভর বৃষ্টি জয়োল্লাসের পর শেষ বেলায় রোদের ঝিলিকে শুরু হয় খেলা। ম্যাচ চালানোর জন্য নির্ধারিত হয় ১৮.৩ ওভার। অথচ বৃষ্টি থামুক তা চায়নি টাইগার শিবির। তাই অনেকটা হতাশা নিয়ে মাঠে নামেন অধিনায়ক সাকিব আর সৌম্য। হাতে ছিল মাত্র ৪ উইকেট। কিন্তু মাঠে নামতেই যেন চাপ ঘিরে ধরে তাদের। প্রথম বলেই অ্যাটাকিং খেলতে গিয়ে বিপদে পড়ে যান সাকিব। বামহাতি কব্জি স্পিনার জহির খানের আঘাতে উইকেট রক্ষকের হাতে তালুবদ্ধ হয়ে আউট হয়ে যান তিনি। উইকেটটি হারিয়েই আফগানিস্তানের কাছে হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাই ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে নেন অধিনায়ক সাকিব। তিনি বলেন, 'আমি আমারটা বলতে পারি। বাকিদেরটা বলা কঠিন। আমি যেহেতু প্রথম বলেই আউট হয়ে গেছি। কাজটা টিমের জন্য আরও কঠিন হয়ে গেছে। তাই দায়তো আমার ওপরই পড়ে। যেহেতু প্রথম বলেই কাট শটটা না মারলেও হতো। না মারলেও হতো মানে না মারার মতোই ছিল। আমি শটটা খেলে ফেলেছি এবং টিম অনেকটা প্রেসারে পড়ে গেছে।’

সাকিব বলেন, ‘আমি যেহেতু উইকেটে ছিলাম দায়িত্ব আমার ওপরই ছিল মেইন রোলটা প্লে করার। সেটা যদি আমি করতে পারতাম ড্রেসিংরুম অনেক বেশি কমফোর্টেবল ফিল করতো। শেষ পর্যন্ত নিয়ে যেতে পারতাম অথবা ড্র করার সম্ভাবনা ছিল। যেহেতু প্রথম বলে আউট হয়ে গেছি কাজটা দলের জন্য কঠিন হয়ে গেছে।'

আফগানিস্তানের বিপক্ষে এমন হার মেনে নেয়া খুব কষ্টকর জানিয়ে সাকিব আরও বলেন, 'মেনে নেয়া অবশ্যই কষ্টকর। খুবই হতাশার ব্যাপার। যেহেতু চার উইকেট ছিল, ১ ঘন্টা ১০ মিনিট খেলতে হতো।'

এর আগে শেষ দিন বৃষ্টি সঙ্গী হওয়ায় স্বস্তি নেমে আসে টাইগার শিবিরে। তাই জিততে না পারলেও অন্তত ড্র করার স্বপ্ন দেখে তারা। কিন্তু শেষ সময় বৃষ্টি থেমে যাওয়ায় ভেঙ্গে যায় সেই স্বপ্ন।

শেষ সময়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নির্ধারিত হয় ১৮.৩ ওভার। টাইগার হাতে ছিল চার উইকেট। কিন্তু আফগান বোলিংয়ের তোপে মাত্র ৫৯ মিনিট মাটে টিকতে সক্ষম হয় টাইগার শিবির। দ্বিতীয় ইনিংসে ৬২ ওভার খেলে মাত্র ১৭৩ রানেই থেমে যেতে হয়েছে। হারতে হয় ২২৪ রানের বড় ব্যবধানে। অথচ যদি আর মাত্র ৩.২ ওভার মোকাবেলা করতেই পারলেই লজ্জা পেরিয়ে ড্র করার সম্ভাবনা ছিল তাদের। 

আর বাংলাদেশকে হারানোর মধ্য দিয়েই ইতিহাস গড়ে মাত্র ৩ টেস্ট খেলেই প্রথম জয়ের স্বাদ পেয়ে যায় আফগান শিবির। তাই টানা ২০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা অভিজ্ঞ বাংলাদেশ দলকে পরাজয় বরণ করতে হয় নবীন এ দলটির কাছেই।

-সিভয়েস/এএফ/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়