Cvoice24.com


রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন দাবিতে ‘আমরা কক্সবাজারবাসী’র মানববন্ধন

প্রকাশিত: ০৯:০৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯
রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন দাবিতে ‘আমরা কক্সবাজারবাসী’র মানববন্ধন

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবাসন, কতিপয় এনজিওদের অপতৎপরতা রোধ, শরণার্থী ক্যাম্পের চারদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানে সহযোগীতাকারীদের রাষ্ট্রদ্রোহী মামলার আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ‘আমরা কক্সবাজারবাসী’ নামের একটি সংগঠন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার সচেতন মহলসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

‘আমরা কক্সবাজারবাসী’র সমন্বয়ক কমিলম উল্লাহ্, নাজিম উদ্দিন, এইচএম নজরুলসহ অন্যরা মানববন্ধনে বলেন, বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার সময় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও রোহিঙ্গারা নানা অজুহাতে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাচ্ছে না। উল্টো তারা পুরো দেশের আইনশৃংখলার অবনতিসহ নানা ধরণের ক্ষতি করছে।

তাই দেশের স্বার্থে রোহিঙ্গাদের দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাবাসন জরুরি হয়ে পড়েছে।
এছাড়া রোহিঙ্গারা স্থানীয়দের সাথে মিশে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে তাই রোহিঙ্গা ক্যাম্পের চারদিকে কাঁটাতাদের বেড়া দিয়ে প্রত্যাবাসনের আগ পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া কিছু অসাধু এনজিওর লোকজন নিজেদের চাকরি বাঁচাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নিরুৎসাহিত করছে। এ ধরণের দেশবিরোধী এনজিও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে প্রায় ৩ শতাধিক লোক অংশগ্রহণ করেন। তাদের সবার দাবী দেশের স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা হউক।

সিভয়েস/এএইচ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়