Cvoice24.com


ফাহাদ হত্যা: বিকেলে সাধারণ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রামের বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৩৮, ৮ অক্টোবর ২০১৯
ফাহাদ হত্যা: বিকেলে সাধারণ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রামের বিক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে এবার বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম মহানগর শাখা।

বিক্ষোভের অংশ হিসেবে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল চারটায় ষোলশহরে জমায়েত করবেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আজ বিকেলে বিক্ষোভ করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হলেও এতে চট্টগ্রামের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিবেন বলেও জানান তারা।

এর আগে গত রোববার (৬ অক্টোবর) একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ)শিক্ষার্থী আবরার ফাহাদকে একটি কক্ষে ডেকে নিয়ে নির্যাতন চালায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে রাত তিনটার দিকে  বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায়। ফাহাদ ওই হলটির আবাসিক শিক্ষার্থী ছিলেন।

-সিভয়েস/এএফ/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়