Cvoice24.com


রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৯:৩১, ৫ নভেম্বর ২০১৯
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ

সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক এমএ সালাম এ কমিটির অনুমোদন দিয়েছেন।

শনিবার (২৭ জুলাই) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতভাবে সিরাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এতে আবদুল মোনাফ সিকদার (সহ-সভাপতি) লোকমানুল হক (সহ-সভাপতি), রাখাল দাশ গুপ্ত (সহ-সভাপতি), সাবেক চেয়ারম্যান আবু জাফর (সহ-সভাপতি), চেয়ারম্যান আবদুল কাইয়ুম (সহ-সভাপতি), নজরুল কাদের (সহ-সভাপতি), কুতুব উদ্দিন (সহ-সভাপতি), আকতার কামাল চৌধুরী (সহ-সভাপতি), লোকমান হোসেন তালুকদার (সহ-সভাপতি),  ইকবাল হোসেন (যুগ্ন সম্পাদক) ডা. মো. সেলিম (যুগ্ন সম্পাদক), ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (যুগ্ন সম্পাদক), সুভাষ চন্দ্র বড়–য়া (আইন বিষয়ক সম্পাদক), জাফর ছালেক সিকদার (কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক), আবদুল জব্বার (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), কামাল উদ্দিন চৌধুরী (ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক), আবু তাহের (দফতর সম্পাদক), জসিম উদ্দিন তালুকদার (ধর্ম বিষয়ক সম্পাদক), মো. এমরুল করিম রাশেদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জসিম উদ্দিন শাহ (বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক), ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার বড়ুয়া (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), রেহেনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক), করিম শাহ (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক), কাউছার নুর লিটন (যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক), মাস্টার খোরশেদ (শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক), মো. ফারুখ আহম্মদ তালুকদার (শ্রম বিষয়ক সম্পাদক), মোজাহেরুল ইসলাম তালুকদার (সাংস্কৃতিক সম্পাদক), নিজাম উদ্দিন বাদশা (স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক), জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা (সাংগঠনিক সম্পাদক), জাহেদুল আলম চৌধুরী আইয়ুব (সাংগঠনিক সম্পাদক) আরিফুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), আবদুল হালিম (সহ দফতর সম্পাদক), মাহমুদুল হাসান বাদশা (সহ প্রচার সম্পাদক), ওমর ফারুখ চৌধুরী (কোষাধ্যক্ষ) পদে মনোনীত করা হয়েছে।

কার্যকরি কমিটির সদস্য করা হয়েছে ড. হাছান মাহমুদ এমপি (পদুয়া), মুস্তাফিজুর রহমান (বেতাগী), আবুল কালাম (চন্দ্রঘোনা), আবুল হাশেম মাষ্টার (শিলক), মোহাম্মদ আলী চেয়ারম্যান (সরফভাটা), মফজল আহমদ কন্ট্রাক্টর  (পৌরসভা), নুর কুতুবুল আলম (বেতাগী), এরশাদ মাহমুদ (পদুয়া), চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন (লালানগর), মুজিবুল ইসলাম সরফি (সরফভাটা), এম এ মান্নান চৌধুরী (শিলক), আনিছুর রহমান চৌধুরী  (বেতাগী), গিয়াস উদ্দিন খাঁন স্বপন (পৌরসভা), চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী (স্বনির্ভর রাঙ্গুনিয়া), জসিম উদ্দিন মুন্সি (পোমরা), মাহবুবুল আলম (পৌরসভা), আবদুর রহিম (মরিয়মনগর), সিরাজুল করিম সিকদার (মরিয়মনগর), এম এ হান্নান চৌধুরী  (বেতাগী), সাজ্জাদুল ইসলাম খোকন (মরিয়মনগর), শেখর বিশ্বাস (চন্দ্রঘোনা), মোহাম্মদ আলমগীর (স্বনির্ভর রঙ্গুনিয়া), সাইফুল ইসলাম চৌধুরী (ইসলামপুর), চেয়ারম্যান মির্জা সেকান্দর (হোছনাবাদ), ইঞ্জিনিয়ার মো. অলি  (হোছনাবাদ), জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর (রাজানগর), কাজী মো. জহুরুল ইসলাম (পারুয়া) নজরুল ইসলাম স্বপন (রাজানগর) শওকত বিন ইউনুছ (স্বনির্ভর রাঙ্গুনিয়া), মঞ্জুরুল হক চৌধুরী (রাজানগর), নুরুল হুদা (পদুয়া), এডভোকেট নিখিল কুমার নাথ (দক্ষিণ রাজানগর), মোবারক আলী (সরফভাটা), ইলিয়াছ কাঞ্চন চৌধুরী (চন্দ্রঘোনা), সৈয়দ মো. আবুল মনসুর  (বেতাগী)।

এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে উকিল আহমদ তালুকদার, আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী, আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, সাদেকুন নুর সিকদার, জামাল উদ্দিন, আসলাম খাঁন, আহমদ ছৈয়দ মাস্টার, মীর্জা ওমরা মিয়া, আহমদ ছৈয়দ তালুকদার, এ্যাড. আবু নাছের, ইফতেখার হোসেন তালুকদার, কমান্ডার খাইরুল বশর মুন্সি, ফজলুল কবির গিয়াসু, এনামুল হক চৌধুরী মিয়া, শহীদুল্লাহ চৌধুরী আইয়ুব খাঁন, মাস্টার অনন্ত মারমা, ওসমান গণি চৌধুরী, মাওলানা আইয়ুব নুরী, এ্যাডভোকেট আতাউর রহমান, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউনুছ তালুকদার, চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিমকে।

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়