Cvoice24.com


ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার

প্রকাশিত: ০৫:১৭, ৯ নভেম্বর ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার

ছবি: সিভয়েস

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

 এ সময় সংশ্লিষ্ট পদস্থ সরকারি কর্মকর্তা, এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সদরসহ জেলার আটটি উপজেলায় পাঁচশো আটত্রিশটি সাইক্লোন  শেল্টার, রেডক্রিসেন্ট- সিপিডির ছয় হজার চারশো ৫০ জন স্বেচ্ছাসেবী, ৯৭ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকাপড়া ১২শ' পর্যটকের থাকা-খাওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। 

সিভয়েস/আই

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়