Cvoice24.com


৬ ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ১৬:৩৭, ১৪ নভেম্বর ২০১৯
৬ ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার রাত পৌনে নয়টার দিকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত ও ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার পর প্রায় সাড়ে ছয় ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে পাকশী থেকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শেষ করলে রাত পৌনে ৯টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান উল্লাপাড়া স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। 

বৃহস্পতিবার বিকেলে রংপুরগামী ৭৭১ নং আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগির মধ্যে ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের পেছনের ৩টি বগিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

 

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়