Cvoice24.com


নদার্ণ ওয়ারিয়ার্সের বিপক্ষে জয় পেয়েছে বাংলা টাইগার্স

প্রকাশিত: ১৭:৫১, ২০ নভেম্বর ২০১৯
নদার্ণ ওয়ারিয়ার্সের বিপক্ষে জয় পেয়েছে বাংলা টাইগার্স

ছবি: সিভয়েস

টি টেন লীগে নর্দান ওয়ারিয়ার্সের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে প্রথম খেলতে যাওয়া বাংলা টাইগার্স।এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি।ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে দুরন্ত সূচনা করেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশো।

উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৪ রান।

দলীয় ৪৬ রানে ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো।স্কোর বোর্ডে ১ রান যোগ করতই রিয়াদ এমরিতের বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন আন্দ্রে ফ্লেচারও।বাকী ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে শেষদিকে রবি ফ্রাইলিংকের ১২ বলে ৩৬ রানের ঝড়ে স্কোরবোর্ডে ১০২ রান যোগ করে বাংলা টাইগার্স।

জবাবে ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো সূচনা করলেও দলীয় ২৪ রানের মাথায় ডেভিট ওয়াইসির বলে বোল্ড হন ৪ বলে ৮ রান করা নিকোলাস পুরান। দলীয় ৩৪ রানে ফিরে যান আরেক ওপেনার লিন্ডন সিমন্সও।এরপর অ্যাসেলা গুনারত্নে কে সাথে নিয়ে ওয়ারিয়ার্সের হাল ধরেন হার্টহিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল । ১০ রান করে ফ্রাইলিংকের বলে গুনারত্নে আউট হলেও বাংলা টাইগার্সের বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছিলেন রাসেল।দলীয় ৮১ রানে ২৫ বলে ৪১ রান করা রাসেল যখন আউন হয় তার জয় থেকে মাত্র ২২ রান দূরে।শেষ ৮ বলে ১৫ রানের বেশি করতে পারেনি ড্যারেন সামির দল।ফলে ৬ রানের জয় পায় বাংলা টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোর: বাংলা টাইগার্স: ১০২/৬ রান(১০ ওভার)রবি ফ্রাইলিং ৩৬, আন্দ্রে ফ্লেচার ২১, রুশো ২২; রিয়াদ এমরিত ২/১৬, নুয়ান প্র্রদীপ ১/১৮, ক্রিস উড ১/১৫
নর্দান ওয়ারিয়ার্স: ৯৬/৬ রান(১০ ওভার) রাসেল ৪১, সিমন্স ১৫, গুনারত্নে ১০; ডেভিট ভিজে ৩/১৪, কায়েস আহমেদ ১/১৩, থিসারা পেরেরা ১/২৩

ফলাফল: বাংলা টাইগার্স ৬ রানে জয়ী।

সিভয়েস/এমআইএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়