Cvoice24.com


'ধর্ম পালনে তরিকতের বিকল্প নেই'

প্রকাশিত: ০৭:২২, ২ ডিসেম্বর ২০১৯
'ধর্ম পালনে তরিকতের বিকল্প নেই'

ছবি : সিভয়েস

ইসলাম শান্তি ও সম্প্রতির কথা বলে জানিয়ে মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী আল-হাছানী আল-মাইজভান্ডারী বলেছেন, ধর্ম পালনে তরিকতের বিকল্প নেই। তরিকতের মাধ্যমে জীবন পূর্ণ্যময় হয়।

সোমবার দিবাগত রাতে আনোয়ারায় উপজেলার রায়পুর ইউনিয়নের মধ্যম গহিরায় আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের আয়োজিত পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষে কোরআন সুন্নার আলোকে মাইজভান্ডারী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন,মানব রূপে শরতানরা দ্রব্য মূল্যে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। এসব উপার্জন হারাম। আল্লাহ্ তাদের পছন্দ করেন না।

রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নিজামুল হক মাইজভান্ডারী, আল্লামা মোহাম্মদ শায়েন্তা খান আল-আজহারী মাইজভান্ডারী, মাওলানা দিদারুল হক মাইজভান্ডারী, মাওলানা জাকির হোসেন মাইজভান্ডারী, আল্লামা মফিজুল হক মাইজভান্ডারী।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাত জলিল চৌধুরী শাকিল, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, আওয়ামী লীগ নেতা হাফেজ আবুল কাশেম, আলমগীর আজাদ, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ, দিল মোহাম্মদ, আবু তালেব শাহ্, আবু মনছুর শাহ্।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

-সিভয়েস/এসসি

আনোয়ারা প্রতিনিধি :

সর্বশেষ

পাঠকপ্রিয়