Cvoice24.com


নাগালে নেই টিসিবি’র পেঁয়াজ!

প্রকাশিত: ০৯:৪২, ২ ডিসেম্বর ২০১৯
নাগালে নেই টিসিবি’র পেঁয়াজ!

ছবি : সিভয়েস

পেঁয়াজের আকাশচুম্বী দামে লাগাম লাগাতে সরকার আন্তরিক ভূমিকা রাখছে। সকলের হাতে ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ তুলে দিতে চায় সরকার। সরকারের এ দায়িত্ব পালন করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি)। কিন্তু সকলেই কি পাচ্ছে এ সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ?

টিসিবি’র চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ সিভয়েসকে বলেন, 'আমরা নগরীর দশটি স্পটে দশটি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছি। প্রতি ট্রাকে এক (১) টন করে দৈনিক দশটন পেঁয়াজ বিক্রি করছি।'

কোন কোন স্পটে টিসিবি’র ট্রাক পেঁয়াজ বিক্রি করে জানতে চাইলে তিনি বলেন, 'কোতোয়ালী, বায়েজিদ, পাহাড়তলী, হালিশহর, বন্দর থানা ও দামপাড়া পুলিশ লাইন, প্রেসক্লাব, চকবাজার, ইপিজেড, ডাবলমুরিং-এ বিক্রি করা হচ্ছে। ট্রাকগুলো থানার আশেপাশে দাঁড়াচ্ছে।'

টিসিবি’র তথ্য অনুযায়ী নগরীর নির্ধারিত স্থানগুলো ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। স্থানগুলোর আশেপাশের লোকজন দাবি করেন, টিসিবি সাধারণ জনগণের কাছে পেঁয়াজ বিক্রি করার বিষয়ে আন্তরিক নন।

পাহাড়তলী থানার পাশে ধনঞ্জয় নামে মৌচাক মার্কেটের এক ব্যবসায়ী বলেন, 'শুরুর দিকে দুইদিন ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির ট্রাক এসেছিলো। এরপর ট্রাক আর আসে নাই। তাই আমরা ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে না পেরে বাজার থেকে ২০০ টাকায় কিনছি।'

ডাবলমুরিং এলাকায় গিয়ে টিসিবি’র কোন গাড়ি দেখতে পাওয়া যায়নি। দেওয়ান হাট মোড়ে লিয়াকত নামের এক দোকানি বলেন, ‘গত শনিবার (৩০ নভেম্বর, ২০১৯) একটা ট্রাক পেঁয়াজ বিক্রি করেছিলো। এর আগে বা পরে এ ট্রাক আর দেখিনি।’

টিসিবি’র নির্ধারিত পেঁয়াজ বিক্রির স্থান ঘুরে শুধুমাত্র একটি ট্রাক দেখা যায় কোতোয়ালী থানার পাশে। ট্রাক থেকে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে লাইন ধরে দাঁড়িয়েছে ষাট-সত্তোর জন লোক। যারা পেঁয়াজ কিনছেন তারা এক ঘণ্টার অধিক সময় লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে সক্ষম হয়েছেন বলে জানান। ট্রাকটি টিসিবি’র নিবন্ধিত ডিলার মেসার্স এ এস এন্টারপ্রাইজের। ট্রাকের সামনে ব্যানার লাগানো। ব্যানারে লেখা আছে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা। কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

নির্ধারিত মূল্যের চেয়ে পাঁচ (৫) টাকা বেশি মূল্যে বিক্রি করলেও ক্রেতার কমতি নেই। একজন ক্রেতাকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাজারের চেয়ে অনেক কমে পাচ্ছি। তাই পাঁচ টাকা বেশি নিচ্ছে কেন সে প্রশ্ন না করে এক কেজি পেঁয়াজ কিনে নিয়েছি।’

-সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়