Cvoice24.com


মালেশিয়ায় আটকে পড়াদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট

প্রকাশিত: ১৩:৫১, ৫ ডিসেম্বর ২০১৯
মালেশিয়ায় আটকে পড়াদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। মালয়েশিয়া সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’কর্মসূচির আওতায় অবৈধ শ্রমিকদের দেশে ফিরিয়ে আনা হবে।

সেজন্য চলতি ডিসেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে অতিরিক্ত ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এ সব ফ্লাইটে বোয়িং ৭৩৭ ও ৭৮৭-৮ ড্রিমলাইনার ব্যবহার করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমতার আওতায় টিকেট সংকটের কারণে আটকে পড়াদের সহায়তা করতে ও সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ বিমান এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ বাস্তবায়ন করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, দেশের ও দেশের মানুষের স্বার্থ ও প্রয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর সংস্থাগুলো সব সময়ই প্রস্তুত।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়