Cvoice24.com


ভারতকে জেতালো কোহলি-রাহুল

প্রকাশিত: ০৮:২৮, ৭ ডিসেম্বর ২০১৯
ভারতকে জেতালো কোহলি-রাহুল

ফাইল ছবি।

বিশ্রাম থেকে ফিরে দারুণ এক ইনিংসের কল্যাণে ভারতকে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছে অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিয়েছিলেন বিশ্রাম।ফিরেই উইন্ডিজের বিপক্ষে রৌদ্রমূর্তি ধারণ করলেন ভারত অধিনায়ক।বলতে গেলে এক কোহলির কাছে হেরে গেল সফরকারীরা।তার ৯৪ রানের সুবাদে উইন্ডিজের দেওয়া ২০৮ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে স্বাগাতিকরা।

বড় টার্গেট টপকাতে গিয়ে ইনিংসের শুরুতে ওপেনার রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৩য় ব্যাটসম্যান হিসেবে ৪০০ ছক্কার রেকর্ড করার সুযোগ ছিল ভারতীয় ওপনারের সামনে ছক্কা তো মারতে পারলেন না, উল্টো আউট হয়ে গেলেন ১০ বলে ৮ রান করে।

রোহিতের বিদায়ের পর চাপ সামলান লোকশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। দু’জনে খেলেছেন ১০০ রানের পার্টনারশিপ।৪০ বলে ৬২ বলের ইনিংস খেলে রাহুল বিদায় নিলে দলের দায়িত্ব নেন অধিনায়ক কোহলি। ৫০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৬ ‍উইকেটের জয়  উপহার দেন ভারত অধিনায়ক।

ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস, খেলেন ১৭ বলে ৪০ রানের টর্নেডো। শিমরান হোয়াটমার (৪১ বলে ৫৬), অধিনায়ক কাইরান পোলার্ড(১৯ বলে ৩৭ রান)এবং শেষ দিকে অলরাউন্ডার জেসন হোল্ডারের(৯ বলে ২৪রান) কল্যাণে ২০৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট দাড় করায় সফরকারী উইন্ডিজ। সে লক্ষ্য ৮ বল হাতে রেখেই টপকে যায় কোহলি এন্ড কোং। এই জয়ে তিন ম্যাচের  সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা।

-সিভয়েস/এমআইএম/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়