Cvoice24.com


দিল্লিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৬৩

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ ডিসেম্বর ২০১৯
দিল্লিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৬৩

ছবি : সংগৃহীত

নাগরিকত্ব আইন নিষিদ্ধের জেরে দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে জনতাও যোগ দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ৬৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বাস ভাঙচুর করে ও আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গতকাল জামিয়া মিলিয়ার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে ভারতের পার্লামেন্ট অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে দিল্লির দক্ষিণে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ সংঘর্ষ বাধে । রাজধানী শহরের বিলাসবহুল আবাসিক এলাকা নিউ ফ্রেন্ডস কলোনির ভেতরে ও বাইরে সহিংসতার পর দিল্লি ট্রাফিক পুলিশ ওখলা আন্ডারপাস থেকে সিরতা বিহার পর্যন্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে।

-সিভয়েস/এসসি

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়