Cvoice24.com


আবুধাবি যাত্রীর কাছ থেকে স্বর্ণ ও সিগারেট উদ্ধার

প্রকাশিত: ১৩:০২, ১৪ জানুয়ারি ২০২০
আবুধাবি যাত্রীর কাছ থেকে স্বর্ণ ও সিগারেট উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে ঢাকাগামী কানেকটিং ফ্লাইটের যাত্রীর জুতায় লুকানো ৪টি স্বর্ণের বার ও ২৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা মোহাম্মদ সরওয়ার উদ্দিন নামের ওই যাত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মোহাম্মদ সরওয়ার উদ্দিনের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি আবুধাবি-চট্টগ্রাম-ঢাকার টিকিট কাটেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর ইমিগ্রেশন হওয়ার কথা ছিলো। শাহ আমানতে অবতরণের পর তিনি ঢাকায় যাওয়ার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এসময় তার দেহ তল্লাশি করে জুতার তলায় লুকানো ২ জোড়া স্বর্ণের বার পায় এনএসআই টিম।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ও ২০০ গ্রাম ওজনের স্বর্ণ-অলংকার উদ্ধার করা হয়। এরপর বিমান থেকে তার ব্যাগেজ এনে ২৫ কার্টন সিগারেট পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের বার, অলংকার ও সিগারেট পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

-সিভয়েস/এসবি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়