Cvoice24.com


চট্টগ্রামে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ০৬:১৫, ২৫ জানুয়ারি ২০২০
চট্টগ্রামে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ফাইল ছবি।

সারােদেশের মত চট্টগ্রামে আজ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে 'স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০' অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনে মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ৩১ হাজার ৭২টি এবং মাদ্রাসায় ৫২ হাজার ৩৩৬ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯১৬। ২০১৫ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বন্দরনগরীর চট্টগ্রামে সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় শিক্ষার্থীদের ভোটগ্রহণ। দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শেখাতেই ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের সিদ্ধান্ত নেয় সরকার।

-সিভয়েস/এমআই/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়