Cvoice24.com


আইইআর’এ পিঠা পার্বন ও হিম আড্ডা কাল

প্রকাশিত: ১৭:০১, ৫ ফেব্রুয়ারি ২০২০
আইইআর’এ পিঠা পার্বন ও হিম আড্ডা কাল

বাঙালির হাজার বছরের ইতিহাসের সঙ্গে মিশে আছে নিজস্ব খাদ্যাভ্যাস। যার একটি স্বতন্ত্র অনুষঙ্গ পিঠা-পুলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) আয়োজন করেছে শীতকালীন পিঠা পার্বন ও হিম আড্ডা ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আইইআর সক্রেটিস চত্বরে উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে পিঠা পার্বন ও হিম আড্ডা । বিগত বছরের ধারাবাহিকতায় এবার উৎসবের ৩য় বছরে পর্দাপন।

পিঠা পার্বন ও হিম আড্ডায় দেখা মিলবে দেশের বিভিন্ন অঞ্চলের ১০০ ধরনের পিঠা।  দিনব্যাপী এ উৎসবের আয়োজক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ( আইইআর) ৬ষ্ঠ ব্যাচ।

পিঠা উৎসবের বিস্তারিত তথ্য জানান আয়োজক কমিটির সদস্য মাঈন উদ্দীন। দিনব্যাপী এ  পিঠা পার্বন ও হিম আড্ডা সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। নানা রকমের বাহারি পিঠার সঙ্গে উৎসব আঙিনায় সারাদিন চলবে সাংস্কৃতিক পরিবেশনা। চক্রেটিস চত্বরে পরিবেশিত হবে নাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও কৌতুক নানা অনুষ্ঠান। বৃস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি)  পিঠা পার্বন ও হিম আড্ডা ১৪২৬ উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়