Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৩:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২০
সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকত থেকে ভাসমান অবস্থায় আরও এক মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার বিকেলে সেন্টমার্টিনের কোনা পাড়ার সমুদ্র সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, বিকেলে সেন্টমার্টিনের কোনা পাড়া নামক এলাকা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৮ জনের মরদহ উদ্ধার করা হয়েছিল। ছয়দিনে মোট ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত নয়জনকে জনকে আটক করেছে পুলিশ।

টেকনাফ প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়